1) যেই বাড়িতে জন্ম হল, সেই বাড়িতে অতিথি, মেয়েদের এরুম কেমন, চলে আসে পরিস্থিতি। -Shikha Sad Status in Bangla 2022
2) যদি আমি নদী তুমি হও কিনার, আমাদের যোগাযোগ হবে আবার, নদীর জন্য কিনারা যত আবশ্যক, ততই আমার জন্য সং তোমার। -Shikha
3) আমি তোমাকে ভালো বাশি, কিন্তু বলার ক্ষমতা নেই, আমার মুক হওয়া তুমি বুখে জাও, এরম ভালো আমার ভাগ্য নেই। -Shikha
4) ভেজা কাগজের মতন হয়েছে জীবন, কেউ চালিয়ে দেয় না আর বুঝিয়েও দেয় না, এমন একলা হয়ে গেছি আমি এখন, কেউ ক্লান্ত করে না, কেউ শান্ত করে না। -Shikha
5) জেনে বুঝেও ও আমায় জানতে পারল না, আজ অব্দি আমায় চিনতে পারল না, আমি নিজেই করে নিলাম বেওয়াফাই, জাতে,ওর উপরে কোন ইলজাম আসতে পারল না। -Shikha
6) স্বপ্নতে যে আসে যায়, কিযে তুমি সেই নাকি? কত চেষ্টা করলাম তোমায় পাবার, কিন্তু তুমি কারোর পাওয়া যাও নাকি? -Shikha
7) খালি খালি বিকেল বেলা, মনের আশে পাশে, প্রথম প্রেমের স্বপ্ন গুলো, দেখা করতে আসে। -Shikha (shayarisukun.com)
8) কোন কোন লোক এত সাহায্য হয়, রাগ আসার জায়গা চোখের জল এসে যায়। -Shikha Deep Sad Status in Bangla 2022 shayarisukun.com
9) তুই কখন কাছে থাকে না, অসুক হয় মন, আশে জখুন রাত্রি, লাগে আসছো তুমি এমন। -Shikha (shayarisukun.com)
ऐसेही हाई क्वालिटी शायरी फोटो डाउनलोड करने के लिए शायरी सुकून वेबसाइट को विजिट करिये shayarisukun.com
10) ইচ্ছে করলে সব খুশি পাওয়া যায় না, কেননা সব হাসির কারণ শুধু খুশি হয় না। -Shikha